Tuesday, October 20, 2020

রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন উপন্যাস ও বিস্তারিত আলোচনা

শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাসাহিত্যে সর্বমোট ১৩ টি (তেরো) উপন্যাস রচনা করে বাংলা সাহিত্যকে সমৃ্দ্ধ করেছিলেন।  রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ও বহুল আলোচিত উপন্যাসসমূহ হলোঃ

=>> বৌ-ঠাকুরাণীর হাট (১৮৮৩)

=>> রাজর্ষি (১৮৮৭)

=>> চোখের বালি (১৯০৩)

=>> নৌকাডুবি (১৯০৬)

=>> প্রজাপতির নির্বন্ধ (১৯০৮)

=>> ঘরে বাইরে (১৯১৬)

=>> যোগাযোগ (১৯২৯)

=>> শেষের কবিতা (১৯২৯)

=>> মালঞ্চ (১৯৩৪)


চোখের বালিঃ 

‘চোখের বালি’ উপন্যাস বাংলাসাহিত্যের সর্বাধিক সমাধৃত ও বহুল আলোচিত উপন্যাস। এ উপন্যাসের


আলোচ্য বিষয় হলো মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, বিধবা বিবাহের সমস্যা এবং পারিবারিক বিভিন্ন রকম আবেগধর্মী, সংবেদশীলতা, বিদ্বেষ, পরকিয়া ও সাংসারিক কলহ। এই উপন্যাসের প্রধান ও কেন্দ্রীয় চরিত্র মহেন্দ্র । অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলো হলো, বিনোদিনী, বিহারী, আশালতা, রাজলক্ষী, অন্নপূর্ণা ইত্যাদি।

বিস্তারিত পড়তে ক্লিক করুন




ঘরে বাইরেঃ

‘ঘরে বাইরে’ উপন্যাস বাংলাসাহিত্যের খুবই জনপ্রিয় উপন্যাস। এই উপন্যাসে তুলে ধরা হয় ত্রিকোন


প্রেমের ঘটনা, বৈপ্লবিক জাতীয়বাদী আন্দোলনের প্রেক্ষাপট, নিখিলেস ও বিমলার সাংসারিক টানাপোড়েন, সন্দীপ ও বিমলার পরকিয়া সম্পর্ক। এছাড়াও ধর্মীয় মনোভাব, নৈতিকতা ও স্বদেশ  প্রেমের  স্বরূপ উদঘাটন উল্লেখযোগ্য। সামগ্রিক দৃষ্টিকোণ বিবেচনায় ‘ঘরে বাইরে’ উপন্যাসে একজন নারীর স্বাধীনতার সীমা অতিক্রম ও গৃহ অভ্যন্তরে নারীর পরাধীন অবস্থা সম্পর্কে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ।

বিস্তারিত পড়তে ক্লিক করুন




নৌকাডুবিঃ

‘নৌকাডুবি’ রবীন্দ্রনাথের অন্য সকল উপন্যাস হতে ভিন্নতা দেখা গেছে। তবে জীবনের বাহ্যিক দৃষ্টিভঙ্গি


ও সমাজসচেতনতা এখানে ফুটে ওঠে। এই উপন্যাসের প্রধান চরিত্র রমেশ।

বিস্তারিত পড়তে ক্লিক করুন











No comments:

Post a Comment

Thanks for your comment