কাশফুল
মোঃ অলিউল্লাহ
মধ্যদুপুরের চঞ্চল হাওয়ায় আমি উড়ন্ত কাশফুল,
আমার গতিপথ থমকে দিলো তোমার এলোচুল।
আলতো আদরে কোমল স্পর্শ করেছো আমার গায়
আমিও কেমন পোষ মেনেছি, তোমার চোখের ইশারায়।
ভবঘুরের মতো আমি উড়ে উড়ে বেড়াই
আমায় বাঁধে মায়ার বাঁধনে কারো সাধ্য নাই।
কখনো উড়ি আকাশপানে, কখনো ভাসি জলে
অচেনার তুমি প্রিয়চেনা হলে
পরম যত্নে কাছে টেনে নিলে।
সহসা আমি দেখিলাম তোমায় বিষণ অভিমানে
উড়িয়ে দিলে আবার আমায় উদাস বায়ুর সনে।
No comments:
Post a Comment
Thanks for your comment